আসবে যারা খালি পায়ে
ঘামের গন্ধ মেখে গায়ে,
তাদের জন্য একটু সময়
নেব আমি আজকে চেয়ে।


ভাবুন আপনারা ওদের জন্য
আছে যাদের অনেক রতন,
খেতে পায়না ওরা সব আজ
কেড়ে নেয় ওদের মহাজন।


ওদের ঘরের ছেলেরা সব
খিদের জ্বালায় কেঁদে মরে,
মিছিল মিটিং-এ থাকে ওরা
ভাবেনা কেউ ওদের তরে।


এমনি করে দিন বয়ে যায়
চোখেতে ওদের বহে জল,
একূল ওকূল দুকূল ভাঙে
পায়না যে খুঁজে কোন তল।


ভাবুন সবাই ওদের জন্য
দেন ওদের আজ কষ্ট মুক্তি,
পারে যেন করতে লড়াই
যোগান ওদের প্রাণে শক্তি।


থাকলে ওরা সবাই ভালো
দেশটা পাবে চলার গতি,
একটি বার ভাবি যেন
আসে যেন সেই সুমতি।


আছেন যত মহান মানুষ
তুলুন আজিকে সেই আওয়াজ,
দেশের মানুষ থাকুক ভালো
এটাই হোক নিত্য রেওয়াজ।