পতাকা সব আছে পড়ে
খাচ্ছে গড়াগড়ি,
কেউ নেই তো আজ রাখবে তুলে
বুকে আদর করি।


টাঙ্গানোর সময় টাঙ্গায় সব
উৎসাহ উদ্দীপনায়,
বেলা শেষে খায় লুটোপুটি
হেঁট হয় মাথা লজ্জায়।


কত মনিষীর ছবি দেখি
মাটিতে পড়ে রয়,
কেউ ভাবেনা একটি বার
কেন এমন হয়?


লোকেরা সব পায়ে মাড়ায়
দেখে ঝরে চোখের জল,
দেশের জন্য কাজ করার
এই কি তার ফল?


আইন করে সব হয়না
হতে হবে সচেতন,
শিক্ষা নেব এর থেকে
করবো এঁদের যতন।


পতাকার রঙ যাই হোকনা
রাখবো শিরে ধরি,
মহান দেশের বীরদের আজি
করজোড়ে স্মরি।