কোন অধিকারে চাও পিতৃ পরিচয়,
রাস্তা থেকে কুড়িয়ে দিয়েছি আশ্রয় ।
দুনিয়া জুড়ে খুঁজেছি, কোথা জন্মদাতা?
পাইনি তাদের খুঁজে এমাথা ওমাথা।
বড় করেছি তোমায় ভালোবাসা দিয়ে,
বেড়ে উঠেছো দারুণ  সবাইকে নিয়ে।
রাখিনি কোথাও খুঁত তব বড় হতে,
প্রয়োজন মিটিয়েছি; বিনা অজুহাতে।
মা বলে যাকে জানো  আদর দিয়েছে,
পিতা নন যিনি সেও মমতা ভরেছে।
রক্তের সম্পর্ক চাও কেন আজ তুমি?
কোন অধিকারে দেবো তোমায় তা আমি।
যেমন রয়েছো থাকো এই সংসারে,
ভালোবাসায় ভরিয়ে রাখবো আদরে।