আ ঘাতের আঘাতে মিশে গেছি মাটিতে
ঘা  শুকানোর পাইনি একটু সময়,
ত বু কেউ এসে রাখেনি শরীরে হাত
হা জারো ক্ষত  চিহ্ন বহি এ দেহময়।


নো না জল এ কাটা শরীরে ছিটিয়ে
য খন খুশি তখন কাঁদালে আমাকে,
ত প্ত শরীরে কত  ব্যথার বেদন
খু বলে  সৃষ্টি হলো আজ কোন ফাঁকে।


শি ক্ষা কিছু পায়নি ঐ আঘাত হতে
র হস্যের ছোঁয়া পাই চোখের লহুতে,
ই তর ভদ্রে কত যে পার্থক্য জানি
বো ধের অভাব দেখি স্নায়ু রজ্জুতে।


আ সমান জমিনের কত যে ফারাক
মি না করা সোনার গয়নায় কে বুঝে,
নী ল আর লালে কত  যে রকম ফের
র ক্তিম ভালোবাসায় তা অযথা খুঁজে।


বে দনার রঙে রাঙিয়ে পাও যদি কিছু
ই ঙ্গিত রেখে যেও তোমার কথাতে।


*** কবিতার প্রতি লাইনের প্রথম অক্ষর যুক্ত করে কবিতার নামকরণ করা হয়েছে।