আজকের রানার
দায় নেই নতুন খবর আনার,  
নেই তো লন্ঠন; করে নাকো ঠনঠন
আছে কাজ জোগাড়ের ব্যস্ততা সবার।
  
ছুটে চলে তারা
নেই খবরের বোঝা কাঁধে,  
আছে খাবার পৌঁছে দেবার তাড়া
যাবে পৌঁছে খানিক বাদে।  


আজকের রানার শিক্ষিত সব
নেই কাজ ওদের আর,
আছে আস্থা খাবার অনলাইন সংস্থা
ভরসা আজকে ওদের সবার।


কারোর হাতে সাইকেল
কারোর ভরসা মোটর,
সারাদিন ছুটে চলে এদিক ওদিক  
কেউ রাখে না ওদের খবর।


রোদ ঝড় জল মাথায় নিয়ে
পৌঁছে দেয় ওরা খাবার,
কেউ ভালোবেসে বলে দুটি কথা  
কেউ উপহার দেয় কটু ব্যবহার।


দায়িত্ব মাথায় অসম্ভব চাপ
ধরতে হবে হাল,
তাই চুপচাপ সহ্য করে অপমান  
নইলে সংসার বেহাল।


ওদের জীবনের সব স্বপ্ন
কবেই গেছে যে উড়ে,
বেদনা ভরা দীর্ঘশ্বাস কত যে
আছে জমা অন্তরে ।


সারাদিনের ক্লান্তি সব
যায় মুহূর্তে মুছে,
ঘরে ফিরতেই সন্তান তার
আসে ছুটে কাছে।  


যা পায় বেতন তাও কম
বলার মতো কিছু নয়,
ভয়ে ভয়ে থাকে যদি কাজ হারায়
বাড়ে না বেতন বাড়ে কাজের সময়।


উদার অর্থনীতিতে আজ
বঞ্চনা শোষণ নিত্যকার সঙ্গী,
বিকল্প পথের সন্ধান পেতে  
পাল্টাতে হবে ওদের দৃষ্টিভঙ্গি।