রাজনীতি আজ রসের ভান্ড
টই - টুম্বুর রসে যে ভরা,
নীতিহীন মানুষ গুলো সব
কথায় করে চলাফেরা।


লেখাপড়ায় অষ্ট রম্ভা
জ্ঞানের পরিধি যে তথৈবচ!
এদের হাতেই দেশ দশের ভার
আমরা কি তাতে  লজ্জিত?


যেখানে দেখি চাঁদের আলো
সেখানেই দেখি আজ আঁধার,
এর থেকে  ভালো দিন কভু
ফিরে পাবো কি আর আবার?


শেয়াল মশায়ের পাঠশালাতে
কুমির ছানা পড়াশুনা করে ,
সেই গল্পের নীতিকথা সব
আজও ভীষণ মনে পড়ে।


জি.ডি.পি বাড়ছে দেখোরে
এগিয়ে চলছে কত দেশ!
বেকার সংখ্যা বাড়ছে কোথায়!
এই তো আছি যে বেশ।


কলকারখানা সব বন্ধ
হাজার শ্রমিক হাসছে!
কৃষক পেল না ফসলের দাম
দু'হাত তুলে নাচছে!


আজব দেশের আজব কথা
শোনাবো না আর ভাই,
ইষ্ট নাম করি জপ
যেন গুরু কৃপা সদা পাই!