আসে শরৎ ফুটি একা অনাদরে
আমি সাদা কাশ,
কত খুশি কত আনন্দ হাসি
কত তোদের উল্লাস!  
আসলেই আমি বুঝতে পারিস
আসছে তোদের খুশির দিন,
কাটাবি কি করে করিস পরিকল্পনা  
শোধবি না শুধু আমার ঋণ?
না আসলে আমি; আসে না শরৎ
ফুটে না শিউলি ফুল,
আকাশের বুকে ভাসে না সাদা মেঘ
বলছি কি কিছু ভুল?
ভাবিস না কেউ একবারও আমার কথা
দিস শুধু কবিতা গল্পে ঠাঁই,
বাতাস এসে দোলায় আমারে
একা একা নীরবে ঝরে যাই।  
আসেন মা কৈলাশ থেকে ধরা ধামে
হৈচৈ করে কাটাস দিনরাত,  
সময়ের তালে তালে মা-ও যান চলে
আমারে করে অভিসম্পাত ।
তাকাবি না কেউ আর আমার পানে
পথের ধারে, নদীর কিনারায় ;
দাঁড়িয়ে রবো শুধু একা নশ্বর দেহ নিয়ে
দুলবো না আর হাওয়ায়।
এলো শরৎ, খুশি এলো তোদের জীবনে  
ভাবছি কি আর পেলাম?
ভাবতে ভাবতে হারিয়ে গেলাম একদিন
এ পৃথিবীকে জানিয়ে সেলাম।