শিকল ভাঙি বাঁধন ছিঁড়ি
সব বাধাকে দিই সরিয়ে,
লক্ষ্য মোদের শুধু একটা
এগোব সব বাধা গুঁড়িয়ে।


সামনে শুধু যাই এগিয়ে
তাকাই না একবারও পিছে,
জয় আমাদের হবেই হবে
বলছি না একটুও মিছে।


দেশের জন্য লড়ি আমরা
ভারত মাতার দামাল সন্তান,
কারোর রাঙা চোখ নয় পছন্দ
হোক সে যত বড় মাস্তান।


রাত দিন দাঁড়িয়ে সীমানায়
করি দেশকে জীবন দিয়ে রক্ষা,
শত্রুর মুখে দিই যে ছাই
চাইনা কভু জীবন ভিক্ষা।


দেশ আমাদের মায়ের সমান
করি তারে মায়ের মতো যতন,
কেউ তারে করলে আঘাত
করতে পারি দান এ ক্ষুদ্র জীবন।


মাগো আমায় দাও শক্তি
এ লড়াইয়ে পিছিয়ে না পড়ি,
"জীবন মৃত্যু পায়ের ভৃত্য"
এ কথাটা যেন সদা স্মরি।