দেশটাকে পাঠালাম গোরস্থানে
করলাম দেশের দারুণ ক্ষতি,
অবস্থা করলাম সকরুণ
দিলাম মিথ্যা প্রতিশ্রুতি।


সু্যোগ বুঝে আমরা নেতা
লুট করি  শহর হতে গ্রাম,
দিই না তোদের কোন সুযোগ
করতে কোন লড়াই সংগ্রাম।


বলি, খুব বেশি লাফাস না
ভেঙ্গে যাবে দুটো হাত পা;
চেয়ে দেখ পাশে কেউ নেই
কেউ কখনো  থাকবেও না।


কারোর দুঃখে নইতো কাতর
সব সময় করি নিজ ধান্দা,
দেশের জন্য করবো কিছু
নই তেমন আমরা বান্দা।


দেশের অবস্থা বানাই কঠিন
তার কোন দায় নিই না আমরা,
তবু রাখিস মোদের মাথায়
সু্যোগ বুঝে গুটাই চামড়া।


দেশের ভাবনায় নইতো ভাবিত
নেই মোদের নীতি নৈতিকতা,
ভাবটা এমন ভাবছি কত
দেশের জন্য জাগে ব্যথা!


বুঝার নেই ক্ষমতা তোদের
সব একেক টা গন্ড মূর্খ,
মাথায় পরাই কালো টুপি
কাড়ি তোদের সুখের-স্বর্গ।


পারবে না দিতে কেউ শাস্তি
জানি তোদের কতটা দৌড়,
দেশটা তোদের হলেই বা কি
শ্মশান করতে করবো না কসুর!