(শ্রদ্ধেয় কবি মুহাম্মদ মনিরুজ্জামান মহাশয়ের "ছন্দ নদী-অষ্টপদী" -তে অনুপ্রানিত হয়ে ঐ ধাঁচে লেখার প্রথম প্রয়াস। কবিতাটি  প্রিয় কবিকে উৎসর্গ করলাম।)      


বর্ষা এলে ব্যাঙ ডাকে
যায় নদী নালা ভরে
খানা খন্দে জমে জল
মশাগুলো ডিম পাড়ে।


ঘরে ঘরে বাড়ে রোগ
বাড়ে ম্যালেরিয়া ডেঙ্গু
চারদিক জল ময়  
পৌর প্রশাসন পঙ্গু  ।


ফির সাল আসে বান
প্রশাসক থাকে অন্ধ
নিলে ঠিক পদক্ষেপ
হতো নাতো রাস্তা বন্ধ।


নেই তো পরিকল্পনা
নেই ঠিক দৃষ্টিভঙ্গি
আজকের দিনে তাই
ডেঙ্গু ম্যালেরিয়া সঙ্গী।