চেয়ে দেখো আগে পিছে কেউ নেই ভাই
আজকের তোমার  এ লড়াই একার,
জীবনকে দেখোনা যে ভাবেই না কেন?
এ যুদ্ধে কারোর সাহার্য্যর আশা বেকার।


সমাজে সংগঠন বন্ধু আছে সব
মানুষের অসময়ে কেউ কারো নয়,
এ সংসারে নিজের যুদ্ধ নিজেরই
লড়াই করেই জয় ছিনিয়ে নিতে  হয়।


তোমার বিপদে কেউ কভু আসবে না
সব সময় স্বার্থের খোঁজ করে মরবে,
কোথায় তাদের লাভ হিসাব কষেই
প্রয়োজন বোধে এসে পাশেতে দাঁড়াবে।


মুখেই শুধুই  মিষ্টি কথার ফুলঝুরি
কাজের সময় দেখো চারদিক ফাঁকা,
তোমার লড়াই নিজে  একা একা লড়
অনুভব কর ধোঁকা বাজদের ধোঁকা?


আজ মন মানসিকতায় তৈরি হও
ভরসা রেখো না ভাই কারোর উপরে,
রক্তের সম্পর্কই দূরে ঠেলে দেয়
অন্যকেই দোষ দিয়ে কিবা হবে ওরে?