রাতদিন থাকি একা
কেউ নেই এ সংসারে,
যদিও বা ছিল এক সন্তান
বিধাতা নিলেন কেড়ে।


রাস্তার ধারে ঝুপড়ি
হয়েছে সেথায় ঠাঁই,
যেটুকু ছিল সহায় সম্বল;
নিয়েছে কেড়ে পাড়ার চাঁই।


হাত পা খালি;
চোখের দৃষ্টি ঝাপসা,
সারাদিন জুটে যা
তা আজ ভরসা।


এভাবে চলে জীবন,
এতেই বেশ খুশী;
এ ধরাতলে জনম পেয়েছি,
এর চেয়ে চাইনা বেশি।


কত রূপ, কত গ ন্ধ
কত রসে ভরা এ পৃথিবী,
দু'চোখ ভরে যায় সুখানুভূতিতে
ভাবনায় আঁকি কত ছবি।


যেতে হবে ছেড়ে একদিন;
এ সুন্দর  ধরা,
আসতে যেন পারি ফিরে
ভুলে সব যাতনার বেড়া।