পথে 'পরে করছে ছটফট
ছোট্ট কাঠ বিড়ালী ছানা,
যখন তখন যাস নে বাইরে
করেছিল তার মা মানা।


ছোটরা তো শুনে না কথা
যায় যে ছুটে যখন তখন
হঠাৎ করে মোটর এসে
আনলো ডেকে ছোটর মরণ।


দেখে দূরের ঐ গাছ থেকে
ফেলে মা তার চোখের জল,
কি করে  মা বলবে বাবায়
জানেনা কি হবে তার ফল!


বাবা গেছে তার ফল আনতে
ওকে মায়ের জিম্মায় রেখে,
বলেছিল  "রেখো চোখে চোখে
রেখো তুমি সোনায় দেখে। "


কেমন করে কি যে হলো?
বিনা মেঘে এলো ব্জ্রপাত
"কি বলে যে দেবো সান্ত্বনা?
কাটাবো এ কালো রাত।"

উৎশৃঙখল সব ছেলের দল
চালায়  জোরে  জোরে বাইক,
ফেসবুকেতে ছাড়ে ভিডিও
পেতে  হাজার  হাজার লাইক।


ছোট্ট ওই সব সোনার টুকরোর
আসতে পারে জীবনে  বিপদ,
কবে হবে যে সাবধান ওরা
চির দুখি মায়ের  যত আপদ।


বাবা মায়ের কথা শোন রে
চালাস নে আর জোরে গাড়ি,
হাতে সময় নিয়ে বের হয়ে
ধীরে ধীরে দে গন্তব্যে পাড়ি।


মায়ের কোলটা খালি হতে
দিস না তোরা কভু আর,
তোদের কাছে শেষ  মিনতি
এটাই আজকের আবদার।