বাড়াবাড়ি কেন করছো?
মনের কথা রাখো মনে,
নয়ন জলে ভিজিয়ে চোখ
তুমি নাও না তারে চিনে!


মিষ্টি হাসি ভরা দুচোখ  
চাঁদপানা ভারী সুন্দর মুখ,  
দেয়না ধরা কারোর কাছে
হাসলে বেরয় তার সবই দুখ!  

তরল সোনা বরণ রূপ তার  
দিয়ে যায় বারবার হাতছানি,  
ওকে ছোঁয়ার দখল হারায়
নাইবা ফেললে চোখের পানি।


*** কবিতার প্রতি চরণের প্রথম বর্ণ বা অক্ষর যুক্ত করে কবিতার শিরোনাম।