রোজ রোজ স্বপ্নে এসে  
কেন রাখো শিরে হাত?
ভালোবাসা বাঁধা রেখে
পেয়েছি যে বড়ো আঘাত!


সীমানা পেরিয়ে তুমি
ধরেছিলে যার হাত,
স্বপ্নে ভাসে সেই ছবি
ঘটায় ঘুমের ব্যাঘাত ।


লজ্জাবতী লতার মতো
ছিলে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে,
ভালোবাসা দিয়ে তুমি
দিয়েছিলে বুক ভরিয়ে!


পেরিয়ে গেছে দিনগুলো
আলোক হীন  আঁধারে,
আজ শুধু কাঁদি একা
কাঁদি রোগের বিকারে।


প্রেম রোগ বড়ো রোগ
নেই তার কোনো ইলাজ,
কুড়ে কুড়ে মারে শুধু
ভাঙে স্বপ্নের কোলাজ।


ভাঙা বেদী আজও ভাঙা
লাগেনি তা আর জোড়া,
সহসা ফিরে এসে তুমি
কেন করছো মাথায় পাড়া?


কেউ আর করেনা বিশ্বাস
হারিয়ে গেছো সেই কবে,
ভাবছি বাঁচবো একা একাই  
থাকবো যে ক'টা দিন ভবে!