যেই পথে  নামি আমি
সে পথ আমার নয় চেনা,
সেই পথেই হারিয়ে আমি
সেই পথেই করি আনাগোনা।


সৃষ্টি  কঠিন ব্রত জানি
সেই পথে রাতদিন নড়াচড়া,
কখনো গড়ি সুন্দর মূর্তি
কখনো গড়ি বেঢপ চেহারা।


ভাঙ্গা-গড়া খেলার মাতন
চলছে যুগ যুগ ধরে,
ছন্দ তাল লয় জ্ঞান
যুগের পর যুগে বাড়ে।


ইতিহাসের এই খেলা ঘরে
চলছে এ খেলা নিরন্তর,
ইতিহাসের নিয়মে বাড়াকমা
এযে ইতিহাসেরই নামান্তর।


ইতিহাসকে মানতে আজি বাধ্য
যুগে যুগে নানা নয়া ধাঁধাঁয়,
ইতিহাস রবে এসবের সাক্ষী
চলার পথের হাজারো বাধায়।


ধন্য আমি পৃথিবীতে এসে
মাতি ভাঙ্গা গড়ার খেলায়,
ঈশ্বর আমায় দাওগো শক্তি
জবাব দিতে সব অবহেলার।