অপুর দাদু তপুর বাপ
বিশাল বড়ো বপু,
পা দু’টো তার নড়বড়ে  
হাঁটুর ব্যথায় কাবু।

রাত হলে ঘুম আসে না    
দিনেও থাকে জেগে,
একটু এদিক সেদিক হলেই
যায় যে ভীষণ রেগে।
    
দাদুর রাগ যায় থেমে
দিদা ওষুধ দিলে,  
দিদার ভয়ে গুটিয়ে যায়  
ছুটে কাপড় তুলে।  


যেই না দাদু ছুটলো বাইরে
এলো পটলা চলে,    
বাজার সব ফেলে দিয়ে  
ঝাঁপালো দাদুর কোলে।


হাঁটুর ব্যথায় দাদু কাঁদে  
চ্যাঁচায়, হাঁটু গেলো খুলে;  
চলরে নিয়ে তোরা আমায়
বড়ো কোনো হাসপাতালে।

সেথায় হবে হাঁটু রিপ্লেশ
দেবে অপু তপু টাকা,
সোজা হয়ে হাঁটবো আবার
থাকবো না আর বাঁকা।