মেঘের ভেলা ভাসছে বাতাসের বুকের মাঝে
আকাশের রঙটা দেখছি সাদানীল নেই আর,
দূর থেকে দেখছি কালো মেঘেরা আসছে ধেয়ে
উদাস মনটা আজ হলো চঞ্চল অধীর আবার।


আজ তোমার আসার দিন তো ছিল
তারিখ জুন মাসের সেই যে উনিশ,
আসবে আসবে করে আজ আর এলে না
মেঘেরা দিনটিকে করে দিলো ভ্যানিশ।


মনের মাঝে নেচে উঠে কত গান কবিতা
হৃদয়ে ঝরতে থাকে ঝর ঝর করে বৃষ্টি,
কত যে সুন্দর তুমি কত মনোলোভা
অপার বিস্ময় ঈশ্বরের অপরূপ অমল সৃষ্টি।


দায়ী তুমি নওগো আমার হৃদয়ের প্রাণ প্রেয়সী
এ পৃথিবীর তপ্তদেহ করেছে তোমার জীবন বিপন্ন,
আসতে যদি সময়ে চারপাশ হতো চির সবুজ
ভরতো আলোয় জীবন জুটতো ক্ষুধার অন্ন।


যে দিন হবে সময় এসো তোমার মতো করে
থাকবো তোমার অপেক্ষায় ঐ পথ পানে চেয়ে,
কত যে ভালোবাসা রয়েছে তোমার জন্য এ হৃদয়ে
তা দেখে নামলে অঝোর ধারায় আজ দুচোখ বেয়ে।