বর্ষার দিনে বৃষ্টি  
মুষল ধারে,ঝির ঝির;
ঠান্ডা স্পর্শানুভূতিতে
তুমি নিবিড় ।


কালো মেঘ আকাশে
ভাসে আদুরে গায়,
খুঁজি তোমায় ;পাওয়ার
তীব্র আকাঙ্ক্ষায়।


অপলক দৃষ্টিতে
রেটিনায় আঁকা ছবি;
খুঁজে পাই,ফুটে
আনন্দের অভিব্যক্তি ।


মন অভুক্ত,ক্ষুধায় কাতর
অনুভবে তৃষ্ণা মেটাই;
চোখে চোখের ভালোবাসায়---
এ মন তৃপ্তিতে ভরাই।


মেঘের ফাঁকে আশার আলো;
তবুও জীবনে আঁধার,
এসো আবার ফিরে,পেরিয়ে
সাত সমুদ্র তেরো নদীর পাড়।


গ্রহ বা তারার-আলয়ে
যেথায় তোমার বাস,
মায়ার বাঁধন কাটিয়ে, নিয়ে চলো
ছাড়িয়ে এ পৃথিবীর আবাস।