(গদ্য ছন্দে লেখার প্রথম প্রয়াস,প্রিয় কবিদের কাছে একান্ত অনুরোধ কোন ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দেবেন তাতে খুব খুশি হবো। আগামী দিনে তা প্রয়োগ করে আরো ভালো লিখতে পারবো আশা রাখি।আপনার অভিজ্ঞতাজাত  মতামতের আশায় রইলাম।)


বয়স ২৫ অথবা ২৬
হয়তো বা তার চেয়ে কিছু বেশি
সুঠাম স্বাস্থ্যের যুবক
লম্বায় ৬ ফুটের কাছাকাছি।
সামনে বড় পরীক্ষা
নেই হাতে খুব বেশী সময়,
একটা বিয়ে, তাও তার দিদির বাড়িতে;
মন চায় যাবে,কিন্তু
ভাবে
জীবনে আনন্দ স্ফূর্তির জন্য
ঢের দিন আছে  বাকি।
এখন শুধু লড়াই আর লড়াই
বাকি সব নৈব নৈবচ ;
আজ থেকে সব কিছুর সাথে আড়ি,
হোক সময় নষ্ট,  চায় না,
চায় পেট ভরাবার জন্য দুমুঠো অন্ন,
কিভাবে জুটবে জানেনা,তবে
লড়াই সংগ্রাম রেখেছে জারি ।


সারা দেশ জুড়ে একই ছবি
নেই কাজ, আজ শুধু হাহাকার;
চারপাশে  শূণ্যতার ছবি
ব্যথা ভরা বুক,দুচোখে বহে
পদ্মা মেঘনা যমুনা সরস্বতী ।


ওরা হতাশ,ওরা আজ মাদকাসক্ত,
ওরা রাজনীতির কারবারিদের
হাতের পুতুল,ওরা লাগে নানা
অ-কাজে কু-কাজে।
ঝুলানো ললিপপ সামনে!
তাকিয়ে ওরা হাসে!
ওরা গরীব, ওদের কথা
ভাববার কেউ নেই; ওদের জীবন
আজ বড্ড কঠিন।


চাকরির বাজার ছোট,
আজ তাও তলানিতে;
মেধার দাম নেই,লাগে টাকা,
ঘুরতে হয় থলি নিয়ে হাতে।
হায় অভাগা মহান দেশ!
মৃত্যুই কি সাথী আজকের
এই যুব সমাজের ?