"কেন রে খোকা বসে আছিস
সকালবেলা বইটা খুলে?
সামনে সময় কঠিন ওরে
গেছিস কি সেটা ভুলে?


দেখনা চেয়ে বেকারের সংখ্যা
বাড়ছে দিন দিন কত!
চারদিকে আজ হাহাকার
উদ্বিগ্ন যত কর্মরত!"


"দিন দিন বন্ধ হচ্ছে কারখানা
বাড়ছে আরও কত বেকার
তার পরেও মা বলছো পড়তে
হবো পড়াশুনোতে সকার।


দেখো মা, দাদা অত পড়ে
আজও আছে ঘরে বসে,
ভাবছি তাই পড়বো না আর
কি হবে আর অংক কষে?


তার চেয়ে বরং খুলবো দোকান
না হয়ে শিক্ষিত বেকার,
দাদার মতো লজ্জায় নুইব না মাথা
শুনবোনা কারোর তিরস্কার। "


"দোকান খুলবি খোলনা বেটা
নেইকো তাতে ক্ষতি,
টাকার কুমির হাঙ্গরদের জ্বালায়
ঘটবে করুণ পরিণতি!"