প্রতি দিনই খুঁজি রুটিরুজি
পাইনা কিছুই তার,
বলো কি করবো সবাই আজ?  
আমরা যে বেকার।
রাতদিন ঘরে বাইরে শুনি কত
মুখ ঝামটা গালাগাল,
আজ আমরা কত ফেলনা      
যেন ভাগাড়ের মাল!  
আমাদের নিয়ে ছেলেখেলা চলে  
যেমনটা নাচায় নাচি,
মাঝেমধ্যে পাই দুমুঠো খাবার
তাই খেয়ে বাঁচি।
চারপাশে শারদ উৎসবের ঢেউ  
মনে নেই আনন্দ খুশি,  
ঘরে বসে করি হাহুতাশ
অবসাদে শিথিল পেশী।
এইভাবে যায়না বাঁচা আজ
তাই কি আর করি?  
মৃত্যুতেই লেখা শেষ ঠিকানা
তুলে নিই হাতে দড়ি।