চলেছি রাতের অন্ধকার ভেদ করে
কানাগলিতে খুঁজে পেলাম না কিছুই,
বিরস বদনে বসে আছি একা একা
দু-মুঠো অন্নের খোঁজ পাবো নিশ্চয়ই।
হাতে দেবার মতো আজ কিছু যে নাই
কিবা হাতে তুলে দেবে রাজার দুলালি?
স্বপ্ন নয়, বাস্তবে রাখলাম  আমার পা
ছাড়িয়ে নিলাম হাত, রইলো হাত খালি।


ক্লান্ত শরীরই জানে শুধু এর মানে
এ ভালোবাসার নেই আজ কোন মূল্য,
নীরব শব্দরা ভেঙ্গে ফেলে নিঃস্তব্ধতা
উদ্দামতা আজ সত্যি প্রাণহীন তুল্য।
খান খান হয়ে গেছে আমার দুনিয়া
বেলা শেষে খেলা ঘরে সেই একা আমি।