ফুলে ফুলে ভরা আজ তোমার কানন
প্রকৃতির নিয়মে ঝরে যাবে সবই,
যদি পারো ঝরার আগে একটু ছোঁয়া
পৌঁছে দিও আমার ঐ হৃদয় অবধি।


তোমার সৌরভ এ হৃদয়ে ঝড় তোলে
সেই ঝড়েতে হই দিশেহারা পাগল,
প্রেম নদীতে আসে জোয়ার দোলে তরী
ঐ দোলায় ভাঙে মনের সব আগল।


রাত দিন প্রেমের বেদনে জ্বলি আমি
স্বপ্নে সাজাই ভালোবাসার ইমারত,
সেই স্বপ্নে বিভোর হয়েও দেখি
কেন ভেঙে যায় আমার মহব্বত?


কেন যে তুমি আমার থাকো দূরে সরে?
সাজিয়ে বসে আছি সব তোমার জন্য,
যমুনা দিয়ে বয়ে গেলো অনেক জল
কেন মনে রেখে করোনি আমায় ধন্য?


এসে যদি থাকে হৃদয়ে নব অতিথি
তারে নিয়ে সুখে বাঁধো সুন্দর ঘর,
জীবনের পথে ভালো লাগা ভালোবাসা
সবার আলাদা  সম্পূর্ণ স্ব- নির্ভর।


তাই যদি হয়ে থাকে নেই কোন ক্ষতি
ব্যথা যদি পেয়ে থাকি নেই তব ত্রুটি,
চল তোমার পথেই পাবে ভালোবাসা
শুধু মিলবে না একি পথে পথ দুটি।


ফুল  ফুটে গন্ধ ছড়ায় চারদিকে
এটা সব ফুলের প্রচলিত ধরণ,
অলির দল আসে ঘুরে কাছেপিঠে
কেউ ছোঁয়া পায় কারোর হয় মরণ।


শেষ দলে পড়লাম অবশেষে আমি
ব্যথায় ভরে গেলো এ হৃদয়-মন,
পারবেনা কোন দিন ভাবতে আপন
তাই ভালোবেসে বেছে নিলাম মরণ।