সরল বিশ্বাসে যাদের গুরুরূপে পূজি,
গড়ি  বড় বড় মন্দির- ইমারত,
তার  মাঝে  আছেন দেবতা;
এটা সহজ সরল মানুষের মত।


ভুলতে জীবনের কষ্ট ;
ছুটি গুরু রূপী দেবতার কাছে,
পাবো শান্তি, ঘুচবে দুঃখ,
আছে সেই বিশ্বাস মনের মাঝে।


জানতাম না, বিষের ভান্ড----
আছে ঐ পাষন্ডদের কাছে,
নিলো কেড়ে হাজার হাজার সংসার
মানুষেরই সরল বিশ্বাসে হাতিয়ার করে।


মানুষের বিশ্বাসে বেসাতি করে
চালায় এরা কত শত  চক্র,
ছড়ায়ে ভালোবাসার বাণী
মানুষকে করে এরা প্রলুব্ধ।


বাইরে এদের সূচিশুভ্র রূপ;
ভেতরে কালো আঁধার,
বিজ্ঞাপনের দৌলতে এরা,
অপার সাগর করুণার।


আজ বাইরে এদের কাহিনী,
নানা কীর্তি শোভা পাচ্ছে খবরে;
এতদিন  পূজেছি এদের!
লজ্জা-ঘৃণায় ইচ্ছে করছে, যেতে কবরে।


আজি তাই, হতাশা করছে গ্রাস ;
জ্বলে পুড়ে মরছি মরমে,
কপাল  ঠুকে মরছি-----
পুজো দেবো কোন দেবতার চরণে!


বানিয়েছি  এদের দেবতা;
করেছি  শির নত এদের পায়ে,
এদের হাতে সোপেছি মহাশক্তি
ব্যবহার করতে নানা অন্যায়ে।


শক্তির দম্ভে এরা
করেছে নানা অন্যায়-অনাচার,
ভেবেছে, ধরার বুকের সবকিছুতে
আছে এদের একছত্র অধিকার।


হিসাব মেলাতে গিয়ে,মেলাতে পারিনা
তাই যোগ বিয়োগ গুণ ভাগ করি;
সহজ সরল মানুষকে ঠকায় যারা
গারদ হোক এদের নিত্যদিনের সঙ্গী।