বৃষ্টি স্নাত আকাশ
ক্লান্ত  দর্শক,
পৃথিবীর নানা ঘটনায়
থাকে নীরব।


দিন যায়, রাত আসে
সূর্য উঠে - ডুবে;
তপ্ত পৃথিবীর বুকে
সাগরের বাতাস ছুটে।


বাতাসের মলিনতা
ধুয়ে যায় বৃষ্টির জলে,
পবিত্র মলয় ধরণীর বুকে
স্নেহচ্ছায়া ফেলে।


নদী জলে খেলে রোদ
বাতাস  ঢেউ তুলে,
আনমনে মাঝি গায় গান
হাওয়ার তালে তালে।


ফাল্গুনী পূর্ণিমার তারারা
রাতের আকাশে বাসা বাঁধে
নীরব দর্শক 'বৃষ্টি স্নাত আকাশ'
নীরবে দু 'চোখ ভরে দেখে।