(আসরের  সম্মানীয় কবি সহি দুল হক(দীপ্র কবি) মহাশয়ের  "আসুন ছড়া লিখি" লেখায় উদ্দীপিত হয়ে এই ছড়া লেখা।তাই এই ছড়া টি প্রিয় কবিকে উৎসর্গ করলাম। ভুল ত্রুটি নিয়ে গঠন মূলক মন্তব্য কাম্য।)


একটু খানি বৃষ্টি হলে
যায় কোলকাতাকে চেনা,
রাস্তা ঘাট  জলে ভরে
ভাসে কচুরি পানা।


কোথাও বা এক হাঁটু জল
কোথাও ঢের বেশি,
নাইতে নেমে ছেলেরা সব
ভীষণ রকম খুশি।


পৌর নিগম নেয় ব্যবস্থা
করে নিকাশি পরিষ্কার,
তার পরেও জমে জল
জুটে কপালে তিরস্কার।


অবচেতন সব জনগণ
সবখানেতে নোংরা ফেলে,
নালা গুলো সব হয় বন্ধ
দুঃখ জুটে সবার কপালে।


ভাবতে হবে পরিবেশ নিয়ে
হতে হবে সতর্ক,
রাখতে হবে হাতে হাত
সরিয়ে সব বিতর্ক।