বাঘ মামা বাঘ মামা
কোথায় তুমি থাকো,
সারা বন খুঁজে এলাম
পেলাম তোমায় নাকো।


হালুম হালুম কেন ডাক?
দাঁড়িয়ে ঐ নদীর পারে
তোমার ভয়ে হরিণ ছানারা
দেখো, কেমন ভয়ে মরে!


ছদ্মবেশী বাঘ মামা তুমি
কেন দেখাও ভয়?
তোমার ভয়ে নইকো ভীত
ভয়কে করেছি জয়।