দিলো তোকে যে রাজার পাঠ
তাকেই করছিস ঘৃণা,
এত কালের চেনা মানুষ
আজকে যে অচেনা।


এমন হয় এ জগত মাঝে
কাজের সময় কাজি,
কাজ ফুরলে তাকেই বলি
হারামজাদা পাজি।


সহজ কথা সহজ ভাবে
বলে যে এ জগতে,
শান্তি নেই তার ভালেতে
মরে সে আঘাতে।


বিরক্তিতে মন ভরে যায়
তবু কি আর বলি,
নিজে নিজেকে সামলে নিয়ে
ন্যায়ের পথে চলি।


বড়ো পিচ্ছিল কাদাময় পথ
ঠিক দিশায় চলাই দায়,
হায়রে হায় সব লড়বে কোথায়!
মন যে ভরা কদর্যতায়।


নিজেদের মধ্যে হানাহানি
নিত্য চলে দ্বন্দ্ব,
কিভাবে এগবে দেশটা
আসবে ফিরে ছন্দ।


ভুলতে হবে হানাহানি
আছে যত দ্বন্দ্ব,
আসবে তবেই তো সুখ শান্তি
বইবে বায় মৃদুমন্দ।