চরণ ধরতে দে মা আমায় আমি যে তোর অভাগা ছেলে,
জীবনভর ডাকলাম মা তোরে এলি না কাছে গেলি ফেলে!


হেলা ভরে ত্যাগেছি তোরে শুধু এই রক্তের জোরে
বুঝিনি তোর গুরুত্ব মা উড়িয়েছি তোরে ফুৎকারে।


ধরতে দে মা চরণ দুখানি পূর্ণ করতে মনের বাসনা,  
নিত্য ঝরা চোখের জলে করতে চাই মা তোর সাধনা।


যাবার মাগো হয়েছে সময় ডাকছি তাই কর জোরে,
জীবনটা কচু পাতার পানি বড়ো ছোট আর নড়বড়ে।


চরণ ধরতে দে কালি মা আছি আমি মাটিতে পড়ে,
কোলে তুলে নে মা আমায় রাখ রে মা তোর হৃদের 'পরে।


ধরতে পারলাম না চরণ খানি বুঝলামনা তোর লীলা এ জীবনে,
টাকার পিছে ছুটে ছুটে মরলাম দেখলাম না তাকায় পেছন পানে ।


ছুঁতে চাই শ্যামা মা তোর চরণ রাখনা মা হাত মাথার 'পরে,
করবোনা মা আর এমন ভুল থাকিস না মা আর দূরে সরে।


চরণ ধরার দে মা সুযোগ থাকবো মা তোর চরণ ছুঁয়ে,
আর কভু করবো না ভুল মা দে মা আমার সব পাপ ধুয়ে   ।


চরণ ধরতে দে মা চণ্ডিকা চাই থাকতে মা চরণ ধরে,
শেষ সুযোগটা দে মা আমায় করছি পণ কান দুটো ধরে।


চরণ ধরতে নাই বা দিলি পাপ স্থালন দে রে করে,
আবার যদি জন্ম নেই মা ফিরতে চাই মা তোরই ক্রোড়ে।


চরণ ধরতে দে মা কালি দিতে দে মা জবা খানি,
চোখের জলে ধুবো চরণ করিসনে আমার জীবন হানি।


বাঁচতে দে মা আর কটা দিন ধরতে দে তোর চরণ দুটি,
সব পাপতাপ দে মুছে মা দে মা বিদায় আমায় ছুটি।