চোখের জলের নেই তো মূল্য
ভাবেনা কেউ মোদের কথা,
আমরা মরি ক্ষুধার জ্বালায়
কেউ বুঝে না মোদের ব্যথা!


মাথার ঘাম পায়েতে ফেলি
ফসল ফলাই সবার জন্য,
সবাই থাকে দুধে ভাতে
মোদের জোটেনা জল অন্ন।


সবার সন্তান যায় ইস্কুলে
মোদেরটা তাকায় পথ পানে
ঘরের বউয়ের জুটে না বস্ত্র
লজ্জায় লুকায় ঘরের কোণে।


কেমন বিচার আল্লা তোমার!
কি নিয়মেতে চলছে দেশ?
আমরা জ্বলবো ক্ষুধার জ্বালায়
করবে একদল শুধু আয়েশ।


এভাবে কাটবে আর কদ্দিন?
কেউ ভাববে না মোদের কথা!
আমরা যদি যাই হারিয়ে
খাবে তারা কিসের মাথা?


ভাবুক সবাই মোদের কথা
দিক ফসলের সঠিক দাম,
খেয়ে পরে বাঁচলে মোরা
করবো সদা তাদের সেলাম।


সবাই থাকুক সুখ শান্তিতে
দুঃখ যন্ত্রণা যাক ঘুচে,
গড়ি মোরা সোনার ধরিত্রী
দিই চোখের জল সবার মুছে।