টিকটিকিটা ছুটছে দেয়ালে
ধরছে নাম না জানা পোকা,
মাঝে মাঝে হচ্ছে লক্ষ্যভ্রষ্ট  
খাচ্ছে ভালো রকম ধোঁকা।


খাবার জন্য কত লড়াই
করে নিতি ছোট্ট ঐ প্রাণ,    
তার লড়াই কে করি কুর্ণিশ
করি তার লড়াই কে সম্মান।

ছুটে চলে যখন দেয়ালেতে
দেখায় কতশত কসরত,
অবাক চোখে তাকায় থাকি
দেখি অসীম ধৈর্য মেহনত।  
  
সেই মেহনতের মূল্যতে
ভরায় ওর ছোট্ট পেট টা,
হৃদের খুশিতে ধরে গান
বাজায় মনের দোতারাটা।  
  
ছোট্ট টিকটিকির খুশির দৌড়  
দেখি ঘরের দেয়াল জুড়ে,  
শব্দ করে টিক টিক টিক  
যায় আনন্দে মনটা ভরে ।