ঝমঝম করে ঝরছে বৃষ্টি
চারদিক ঘন অন্ধকার,
কোনো ভাবেই যায়না দেখা
নদীর এপার ওপার।


ঘাটে নেই মাঝি আজ
আছে যদিও নাও বাঁধা,
একা একা ভাবে নাও
জীবনটা গোলক ধাঁধা ।  


কত শত এলো কাছে
কত গেলো দূরে সরে,
পেরিয়ে গেলো জীবনটা
রইলো শুধু খোলস পড়ে।


অসময়ে বাড়ায় না হাত
সুযোগ পেলে কেটে পড়ে,
এটাই বুঝার আসল সময়
কে আপন কে নড়বড়ে!