ছোট ছোট শিশু ওরা সব
ছুটে ছুটে কাছে আসে,
আদরে ভরিয়ে কোলে নিই
বাস অফিসের পাশে।


কারোর বয়স দুই তিন
কেউবা আবার চার,
কেউবা বলতে পারে কথা
কেউ পারেনা আবার।


পৌঁছাই যখনই অফিসে
আসে একসাথে ছুটে,
ওদের হাসিতে প্রাণ ভরে
দুঃখ যায় যে টুটে।  

গুটি গুটি পায়েতে এগোয়
লাগে যে মিষ্টি ভারি,    
চায় শুধু দুটো চকলেট
নইলে কিন্তু আড়ি।


হাতে পেয়ে দুটো চকলেট
কত আনন্দ ওদের,
ভাবে বিশ্ব যেন মুঠোয়    
খুশি বিশ্ব জয়ের।


ওদের খুশিতে হাসি সব
ফিরি যে ছেলে বেলায়,
এমন তো ছিলো একদিন
হয়েছে নষ্ট তা হেলায়।
      
পেতাম যদি ফিরে আবার
সেই আনন্দ ক্ষণ,    
ভুলতাম জটিল জীবন
বাঁচাতাম এই মন।


জানি আসবেনা ওই দিন
যাবে জটিলতায় ভরে,  
তবুও চাই পাখির ডানা
উড়ে যেতে বহু দূরে।


করোনা এসে তুললো দেয়াল
তুললো বাধার প্রাচীর,
ছুটে আসে আজো ওরা কাছে
বাধা দিয়ে করি স্থবির।  


বুঝে না ওরা কেন হলো ধরা
আজ উলট পালট,
সাদা মনে হাসে দূর থেকে
লুকিয়ে দেই চম্পট।