ওগো মাসি
পাচ্ছে হিসি
দাওনা আমায় নামিয়ে
কালা দাদু
জানে যাদু
দিলো হিসি ভুলিয়ে।
বড় মাসি
কাশে বেশি
থাকে রাতে সেঁদিয়ে
ছোট দাদু
দেয় মধু
খায় মাথায় ঠেকিয়ে।  
ছোট দিদি
নাক খেঁদি
থপথপ হাঁটে
মাতা সীতা
পড়ে গীতা
সূর্য গেলে পাটে।  
ভাই রাজা
চায় খাজা
নেই ঘরে একটু  
বড় দাদু
কাঁদু কাঁদু
বল কোথায় বিট্টু।
হায় কলি
কি যে বলি
সবাই কেমন দুষ্টু  
আমি খালি
মারি তালি
হলে সমাধান সুষ্ঠু।