সবাই আজকে ছোট ছেলে শুনছে না কেউ কারোর কথা!  
ভাবেনি কখনো কেউ ঘরবন্দীতে হবে মাথা ব্যথা।
গত একশ বছরে কখনো পড়েনি কেউ এমন শক্ত ফাঁদে,
করোনা এসে দিলো ধাক্কা পরাণটা যাবে ভেবে ভয়ে কাঁদে।    
করোনা কবে নেবে বিদায় কারোর নেই তো জানা,
মনের ভেতর আতংক আজ দিচ্ছে বারে বারে হানা।  
ঘরে থেকেও নেই তো শান্তি নেই ঘরেতে বাঁচার মতো খাবার,
কাজ থাকবে তো ভাবনা মনে কারখানাটা কি খুলবে আবার?
হাতে অর্থ যাই বা ছিলো লক ডাউনে গেলো   ফুরিয়ে,
বাকি দিন সব কাটবে কেমনে ভাবনা সদা বেড়াচ্ছে তাড়িয়ে!
রোগ টা এখন মাথায় উঠে গেছে চাই এখন কাজ আর কাজ,
কাজ ছাড়া যে বাঁচবো কেমনে ভেবে ভেবে কপালে পড়ছে ভাঁজ ।  
আর কতদিন লক ডাউন চলবে নেই তো কারোর আজকে জানা,
খাবো কি খাওয়াবো কি কাল বাঁচবে কি ঘরের  ছানা পোনা ?
রোগ হলে তো কথাই নেই চিকিৎসা সে তো দূর অস্ত,
যাবে চলে অকালে প্রাণ ভেবে ভেবে আজ বড়ো বিধ্বস্ত।
কি রোগ এলো রে বাবা ধসিয়ে দিলো আর্থিক  কাঠামো!
ভাবছে বসে বসে বিদ্বজ্জন কোন পথে সারবে এ ব্যামো ।
ধনতন্ত্র আজ বড়ো বিপদে করছে রাতদিন হাঁসফাঁস,
সমাজতন্ত্র উতরে যাচ্ছে হটিয়ে করোনার নাগপাশ।  
বিশ্ব আগামীতে যাবে কোন পথে জানতে করতে হবে প্রতীক্ষা,
হাতজোড় করছি যা ফিরে করোনা চাইছি তোর কাছে প্রাণ ভিক্ষা!