বাবা পড়ে পেপার
চোখে চশমা নিয়ে,
পিসেমশাই লেখে কবিতা
বেশ মন দিয়ে।


পিসি মণি চা-এ ব্যস্ত
বাবার জন্য চা,
যে দিদির রোজ চায়ের বায়না
বলছে সে আজ না।


বড়দাদুর মন খারাপ
দেশের বাড়ি বসে,
বেশি যদি করে খারাপ
নিয়ে যাও এসে।


বলছি দাদু কেঁদোনা
আনবো পুতুল কিনে
দু'জনাতে খেলবো
বাজিয়ে নতুন বীণে।


ছাদে বসে একা দাদু
ভাসায় চোখের জলে,
দুষ্টু সোনা আর যদি কাঁদো
দেবো কানটি মুলে।


খেলবে পুতুল
সংগে গুড্ডুকে নেবে,
মন খারাপ করো না দাদু
এসেছি এই তো সবে!


মনে মনে হাসি
পড়েছে বেশ যাঁতাকলে,
ঝগড়ার কেউ নেই
ঝগড়া করবে কোন ছলে।


সারাদিন হাসি মস্করা
সবকিছুতেই আমি,
আমি ছাড়া দাদুর কাছে
নেই কোন জিনিস দামী।


দাদু নাতনির ভালোবাসা
অম্লান থাকুক চিরদিন,
হৃদয়ে বাজুক সেই গান
জীবন হোক আরও রঙিন।


(**শ্যালক দুই মেয়েকে নিয়ে বেড়াতে এসেছে কবির বাড়িতে।ছোটটির বয়স ছয়,বড়টির দশ।বাড়িতে দুই দাদু আছে কুকুর গুড্ডুকে নিয়ে।এদের নিয়ে ছোটর মুখে কবির লেখায় এই কবিতা।)