(আসরের শ্রদ্ধেয়া কবি দীপ্তি রায় মহাশয়ার "দেড় চালাক" কবিতা পাঠ কালে হৃদয়ে যে অনুরণন সৃষ্টি হয় তার প্রেক্ষিতে এই ছোট্ট কবিতা। প্রিয় কবিকে ওনার সুন্দর কবিতার জন্য হার্দিক অভিনন্দন জানাই। সেই সঙ্গে কবিতাটি কে আসরে প্রকাশ করে শ্রদ্ধেয়া কবিকে উৎসর্গ করলাম।)


চালাক শব্দটি অতীব সুন্দর
শুনতে কানে লাগে বেশ ভালো,
দেড় চালাক কথাটা শুনলেই
মুখ হয়ে যায় নিকষ কালো।


কত শত দেড় চালাক আছে
ঘুরছে আমাদের আশে পাশে,
আছে তারা কালো মুখোশ পরে,
তোমার আমার সবার সর্বনাশে।


হও সতর্ক তাই ওদের থেকে
থাকো সদা সবাই দূরে সরে,
সর্বনাশী ওদের মুখটা আর যেন
না দেখি,যায় যেন আগুনে পুড়ে।