চোর আমি বড্ড গরীব
তাইতো চুরি করি,
বড় লোকের চুরিতে
নেইকো বাহাদুরি।


ঘরে বসে করে চুরি
যায় না কোথাও,
কাড়ে এরা পরের ধন
যত পারে আরও।


চুরি করে মেটেনা সাধ
করে আরো চুরি,
বিদেশে টাকা পাঠাতে
নেইকো এদের জুড়ি।


শাস্তি হয়না এদের
টানেনা জেলের ঘানি,
জেলে থাকে ঢের ব্যবস্থা
মেলে মাল পানি।


জেলে জোটে জামাই আদর
মেলে জামিনে মুক্তি,
অঢেল টাকায় পোষে উকিল
সাজায় অকাট্য যুক্তি।


দিনের পর দিন কেস উঠেনা
হয় না সঠিক বিচার,
পার হয়ে যায় বছর
কেউ হয় না সোচ্চার।


টাকার জোরে যায় বেঁচে
হয়না এদের মাথা নীচু,
বুক ফুলিয়ে চলে এরা
গরীব চোর হই কাছুমাছু।


ঘরে আছে দুটি ছানা
বউ আর বৃদ্ধ মা,
নেই কোন কাজ কাম
ব্যাংকে নেই টাকা জমা।


উপায় নেই কি আর করি
তক্কে তক্কে থাকি,
সুযোগ পেলেই করি ফাঁক
দিই না তাতে ফাঁকি।


চুরি করে পড়লে ধরা
জুটে কপালে শাস্তি,
বড় লোকের নেই ঝামেলা
করে সব সময় মস্তি।


এই ভাবে বাঁচি মোরা
নেই এ ছাড়া গতি,
রত্নাকর হবো নেই সুযোগ
আর যে সবাই সতী!