দীপ জ্বলে,আঁধার সরে
মনের কালিমা যায় মুছে  ---
তবুও,আনন্দের  ফল্গুধারা বহে না,
হৃদয়ে ব্যথার বীণা বাজে।


উৎসবের আলোয় ভাসে চারপাশ;
ভাসে শহর-গ্রাম,
তবুও থামে না শ্রমিক -কৃষক---
মেহনতি মানুষের জীবন সংগ্রাম।


আজ দীপাবলি;
উৎসব সারা দেশে,
শ্রমজীবী মানুষেরা
আজও আছে সেই তিমিরে।


ভাবে না কেউ ;
দেয়না কেউ কোন দৃষ্টি,
আজ উৎসব মুখর দেশ
এদের ঘরে ক্ষুধা তৃষ্ণার বৃষ্টি।


মন ভালো নেই;
তবু উৎসবে মাতি,
পারিনা কি কিছু করতে
আছে যেটুকু সংগতি?


সরকারি বাজেটে অর্থ বাড়ুক;
দূর হোক মানুষে মানুষে তফাৎ,
এমন দিন আসুক দেশের বুকে;
'উৎসব' সবাইকে মাতাক।