দিনগুলো তো ছিলো আমার
আগে কতই না সুন্দর,  
খেলতাম আমি ছুটতাম আমি
কতই মা করতো আদর।


বিদায় হওয়া সেই দিনগুলো
আজও চোখের সামনে ভাসে,
আসবে না ফিরে আর সেদিন
কান্নায় দু'চোখ ভরে আসে।


এলোমেলো ভাবনাগুলো  
আসে ছন্ন ছাড়া ভাবে,
একা বসে ভাবি আমি
সময় নেই রবোনা ভবে।


মাথার চুলে ধরেছে পাক
দিন রাত ভাবছি হাবিজাবি,
সময় থাকছে না আর বসে
আসছে চিন্তা সব আজগুবি।


করার কিছু নাইরে আজি
বুড়ো গেছে আগেই সরে,
ছেলে যদিও আছে আমার
কাজের সূত্রে রয় সে বাইরে।


সারা দিন বারান্দায় বসে
পথ পানে চোখে চোখ রাখি,
তোমাদের সবার চলার পথ
ফেরায় অতীতে মন পাখি।


ছিলো তো সেই রঙিন স্বপ্ন
আজ হয়ে গেছে সব ফিকে,
হারিয়ে গেছে সেই হাসি  
আজ অচেনা আকাশের বুকে।