ঘামে ভেজা শরীর
ঝরে  দু'কপোল বেয়ে,
পদ যুগল যন্ত্রনায় কাতর
অবসন্নতা আসে ধেয়ে।


সারাদিন ঝরে ঘাম
দেহের কোণ থেকে কোণে,
দোষ ত্রুটি  মুক্ত হয়
দেহের নিজ গুণে।


রূপের জৌলুস বাড়ে
গর্বে ভরে বুক,
একদিন হবে সব শেষ
মনে ভরে  দুখ।