(প্রিয় পুত্রের জন্ম দিনে
"শুভেচ্ছা উপহার")


ঝড় উঠে আবার থেমে যায়
মনের দুয়ারেও উঠে ঝড়,
জীবন যুদ্ধে সেই জয়ী হয়
থাকে না যার ভয় ডর।


বাঁচতে হবে এ পৃথিবীতে
লড়াই করে  দিন রাত,
জীবন চলবে নিজের পথে
আসবে অনেক আঘাত।


সংগ্রাম করে বাঁচতে হয়
অধিকার নিতে হয় ছিনিয়ে,
চিনিয়ে দিতে হয় নিজের জাত
নিজের কাজের বিনিময়ে।


আসবে অনেক বাধা জীবনে
রাখতে হবে মাথা ঠিক,
ধৈর্য ধরে করতে হবে কাজ
পাবে খুঁজে দিশা সঠিক।


সৎ পথে থাকে যারা
তাদের কষ্টটা সাময়িক,
সব বাধা যায় দূরে সরে
যারা ব্যবহারে অমায়িক।


কঠিন সময়ে মাথা রেখো স্থির
মনকে রেখো সদা শক্ত,
সব বাধা যাবে সরে
হইয়ো না কভু বিরক্ত।


জানি কষ্ট হয় সেই মুহূর্তে
উথাল পাথাল হয় মন,
এর নাম লড়াই সংগ্রাম
একেই বলে সবাই জীবন।