চার দেয়ালের মধ্যে যারা
আছেন আজকে বসে,
বিশ্ব জুড়ে নানা ঘটনায়
কিবা যায় আর আসে।
    
নিজে বাঁচলে বাপের নাম
এ ধারণা মনে পোষে,
বলতে গেলে তারাই আবার
দাঁত বের করে হাসে!


কোভিড কোভিড বলে চেঁচায়
দাঁড়ায় না কারোর পাশে,
নিজেকে নিয়েই থাকে ব্যস্ত
ভুলায় মিথ্যা আশ্বাসে।


এটা করবো সেটা করবো    
কত কিছুই না বলে,  
কাজের বেলায় লবডঙ্কা
পালায় নানা ছলে!


কৌশল করে যায় না বাঁচা
থাকতে হবে পাশে আগে,
যোগাতে হবে মনে সাহস
যাতে বাঁচার ইচ্ছা জাগে।


মানসিক শক্তি বড়ো শক্তি
এর উপরে কিছুই নাই,
বাঁচবে তুমি ওই শক্তি বলে    
চলো এর গুণগান গাই।


ভয় পেয়ো না এ সময়ে
মরার আগে মরোনা ভাই,
মরবো তো একদিন ভবে
কেন মরার আগে মরে যাই!


ভীত যারা মরবে আগে
আজকে করার কিছুই নাই,
এসো যারা ভয় পেয়েছে
তাদের দিকে হাতটা বাড়াই।