(শুভ নববর্ষের শুভ কামনা এ আসরের সবার জন্য।সবাই ভালো থাকুন এ প্রার্থনা ভগবান-আল্লা-যীশু-বুদ্ধর কাছে।)


এসো হে বৈশাখ, করি করজোড়ে তব নিবেদন,
এ মনের সব হিংসা দ্বেষ কর হে তুমি হরণ।
ঝড় হয়ে উড়িয়ে দাও সব ক্লেদ জড়তা এ মনের,
সূর্যের শক্তি দাও ;দাও ক্ষমতা শত দুঃখ সহনের।
তোমার আগমনে ধরত্রী বিকশিত হয় ফলে ফুলে,
পাখিরা গান গায় আপন মনে সবকিছু ভুলে।
চিত্ত ভরে উঠে সর্বদা আনন্দের  ফল্গুধারায়,
বাতাস বয়ে চলে একাকি আনমনে এ ধরায়।
রাখালিয়া বাঁশির সুর করে উদাস প্রিয়ার মন,
কোনমতে কোথাও হারিয়ে যায় প্রিয়া সহসা তখন!


মাঝে মাঝে আসে ঝঞ্জা হঠাৎ আকাশ কালো করে,
নদী পথে মাঝির নাও যায় ভেসে দূর  বহুদূরে।
গৃহিণী তার পথ চেয়ে থাকে ফেরার অপেক্ষায়
অবশেষে জানতে পারে ফিরবে না সে কভু এ ধরায়।
ভাঙ্গে বাঁধ এ মনের,চোখে বেয়ে ঝরে আঁখিজল
এভাবে চলে যাওয়া, এ কোন অভিশাপের ফল!
বাঁচার আশায় ঘর বাঁধা, চোখ ভরা কত স্বপ্ন!
এক লহমায় সব হলো শেষ, হে বৈশাখ কেন করলে বিপন্ন!
তোমার হৃদয়ে এত  ক্রোধ! কেন  রাখো তুমি জ্বেলে?
শান্তি-বারি কর সিঞ্চন, দাও আবার ভালোবাসাও ঢেলে।
এ মনে আছে যত মলিনতা  করতো তুমিই দূর,
ঝড়ে উড়িয়ে তুমিই কর হে এ জীবনকে মধুর।