শাঁখা  সিন্দুর পরবো কেন? আমরা
আজকের  সবাই আধুনিকা নারী
আচ্ছা বলো আছে কি গুরুত্ব?
আছে কি এতে কোন বাহাদুরি?


এয়োতির চিহ্ন যদিইবা না রয়
সধবা বা বিধবা বুঝা যায় না কি?
কুমারী বিধবার একই চিহ্ন হলে
তাতেই বা আছে কার কি ক্ষতি?


না চিনলেই বা ক্ষতি কি আছে?
মন কে যেভাবে করবো মোরা তৈরি,
মানুষ পরিচয় সবচেয়ে বড় পরিচয়;
এতে দিও না অযথা সুড়সুড়ি।


নারীর অধিকার কেন শুধু শুধু কেড়ে নেওয়া?
অন্য অনেক ইস্যু আছে এত বড় দেশে,
এয়োতির চিহ্ন নিয়ে কেন এত জল ঘোলা ?
মিটে যাবে একদিন না একদিন অনায়াসে।


যে যেমন চায় তাকে তেমনি থাকতে দাও
এই পৃথিবীতে ছোট্ট বিষয়ে কেন এত শব্দ ক্ষয়?
মানুষ কে ভালোবাসো কর মানুষের মন জয়
নতুন সূর্য উঠুক সব অন্যায়ের হোক পরাজয়।