ক্লান্ত আজি কাজের ভারে
অশান্ত দেহ মন,
পাকাল মাছ পাঁক খায়
কলজেতে যখন তখন।


ব্লাড প্রেশার কমে বাড়ে
কখনো বা করে উঠানামা,
ঘরে ফিরে রাতে হয় না ঘুম
এ যেন রোজ নামা।


দিন দিন বাড়ে কাজের বহর
লোক জন নাই,
এ নিয়েই করতে হবে কাজ
নো অজুহাত,নো ধানাই পানাই।


পরিষেবা দিতে হবে
করতে হবে কাজ,
যদি না পার
ছেড়ে দাও আজ।


প্রশ্ন করো না ---
লোক বল নিয়ে,
প্রয়োজনে কাজ করো
অধিক সময় দিয়ে।


মাল্টি ন্যাশনাল কোম্পানি
নেই ন্যুনতম কাজের পরিবেশ
চলে রাতদিন শুধু
কাজের হিসেব নিকেশ।


আধিকারিক  কাজের জ্বালায়
রাতদিন জ্বলে পুড়ে মরে,
ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা
এ ভবের কর্ম সংসারে।


চামর দোলায়, মাথা হেলায়
হাওয়া লাগে না গায়ে,
কোন হাসিতে হাসব আজি
বুক ভরা ব্যথা নিয়ে।


চাওয়া পাওয়া মিটবে না ভাই
মন থেকে তা বাদ দিন,
মানে মানে কেটে পড়ুন
আসবে না ফিরে সেই সুদিন।