(শ্রদ্ধেয় কবি মুহাম্মদ মনিরুজ্জামান মহাশয়ের "ছন্দনদী-অষ্টপদী"তে অনুপ্রাণিত হয়ে ঐ ধাঁচের কবিতা লেখার সপ্তম প্রয়াস।)


লিখতাম কত কিছু
ছন্দ রীতি মেনে মেনে,
কথাগুলো পথ হারা
কোথা গেল কেবা জানে!


লিখি কিছু মনে হয়
মন জুড়ে হা হুতাশ,
লেখা সব যায় কোথা
ভেবে যে হই হতাশ ।


হতাশার কাঁধে চড়ে
কত যে ভাবনা আসে,
প্রকাশ পায়না তারা
কলমেতে অনায়াসে।


কেন হয় এমন টা
ভেবে ভেবে শুধু মরি,
আসবেনা কি সুদিন
মনে মনে তাঁরে স্মরি।


আসেনা আর সুদিন
মনে তাই হাহাকার,
ব্যথাহত মন নিয়ে
করি তাঁর দরবার।


দাও মোরে প্রভু শক্তি
দাও ফিরিয়ে ক্ষমতা,
লেখা আসুক কলমে    
দূর হোক এ দৈন্যতা।