ঘুণ ধরা এ সমাজ ব্যবস্থায়
করার কি সত্যিই কিছু নাই?
নিজেরাই সঠিক পথে চলে
আসুন লড়াইটা চালিয়ে যাই।


ঘর থেকেই লড়াই করি শুরু
নিজের ঘরটা আগে করি ঠিক,
তারপর না হয় দেখি বাইরেটা
তার কোনটা ঠিক কোনটা বেঠিক।


আচার আচরণ ঠিক নেই
নেই নিজেদের নীতি শিক্ষা,
কেমন করে শেখাব সন্তানেরে
কিভাবে দেবো সঠিক দীক্ষা?


আত্মকেন্দ্রিক হতে শেখাই
ভাবতে  শেখাই নিজের কথা,
উন্নত মানসিকতা করিনা সৃষ্টি
আজকে এটাই চরম ব্যর্থতা।


এমন সমাজ করবো তৈরি
থাকবে না চোর গুন্ডা বদমাস,
এ সমাজ যাবে না কভু রসাতলে
করবো না বসে আর হা-হুতাস।


লোভটাকে বর্জন করবো সবাই
সৎ পথে সব সময় চলবো,
ডাক্তার কে বানাবো না ডাকাত
সবার মধ্যে নীতিবোধ জাগাবো।