লুকিয়ে আছে ঝোপেতে
মস্ত বড়ো এক শেয়াল,
মুরগীগুলো আছে বাইরে    
রেখো গো বৌমা খেয়াল।


মরলে মুরগী ডিম পাবোনা
বকবে আমায় বড়ো বেটা,
সারাটা দিন লাইন দিয়ে সে
পেয়েছে তার সরকারী কোটা ।


যত্ন করে সে আশা নিয়ে
খাবে দু'বেলা দুটো ডিম,
সেগুলো যদি মরেই যায়  
ভয়েতে হয় আমার হাড়হিম।


বেটা আমার বড্ড ভালো
দেয়তো ও সব কিছুতে ধ্যান,
ওর জন্যই তো ঘরে প্রোটিন
বৌমা, যত্ন নিবি না ক্যান?


ঝিমুনি রোগ ধরলে আবার
যায় ছুটে পশু হাসপাতালে,
ওষুধ নিয়ে আসে বেটা
মরে না, বাঁচে ওর কপালে।


চেষ্টা করলে বাঁচানো যায়  
সময় মতো দিলে টিকা,
নিয়ম মেনে চলে বলেই
খায়না বেটা কভু ধোঁকা।  


সাফল্য পেতে যদি চাস
আয় সব বেটা আজ এগিয়ে,
হারবি নাতো কেউতো তোরা
চলবে দেশটা গড়্গড়িয়ে।